এক্সপ্লোর
World Cancer Day 2023: ঠিক জীবনযাত্রাই রুখতে পারে ক্যান্সার, সচেতনতার বার্তা দিচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস
Cancer Awarness:ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতা প্রসার বেশি জরুরি। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।
প্রতীকি চিত্র
1/10

রোগটার নাম শুনলেই যেন গভীর উদ্বেগ এসে জমে মাথায়। খরচের কথা ভেবে চিন্তা, রোগীর শারীরিক অবস্থার কথা ভেবে আশঙ্কা সব একসঙ্গে হতে থাকে। রোগটার নাম ক্যান্সার (Cancer)।
2/10

সারা বিশ্বে এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে পিছিয়ে পড়া কোনও দেশ, ক্যান্সার এবং তার জেরে মৃত্যুর খবর শোনা যায় সবজায়গাতেই। তথ্য বলছে বিশ্বে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্সার।
Published at : 03 Feb 2023 04:38 PM (IST)
আরও দেখুন






















