Milk Spot: নখে সাদা সাদা দাগ! কোনও রোগের প্রাথমিক লক্ষণ এটি?
By : ABP Ananda | Updated at : 06 Dec 2022 02:43 PM (IST)
নখে কেন এমন দাগ হয়?
1/7
কখনো কখনো হাতের নখে আড়াআড়িভাবে সাদা দাগ দেখা যায়। আবার কিছুদিন পরে এমনি এমনিই এই দাগ চলে যায়। এই দাগকে ইংরেজিতে বলে মিল্ক স্পট। কিন্তু নখে এমন সাদা দাগ পড়ার কারণ কী?
2/7
অনেকেই ভাবেন, ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা দেয়। তবে এই দাগ হওয়ার আরও কিছু কারণ আছে। যা হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ।
3/7
নখে আঘাত লাগার কারণে অনেক সময় সাদা দাগ দেখা দেয়। নখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ ঘটলেও সাদা দাগ দেখা দিতে পারে। সাধারণত ফাঙ্গাসের কারণে এমনটি হতে পারে।
4/7
শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর দেখা যায়। জিঙ্কের অভাবেও এরকম হয়।
5/7
অ্যালার্জি প্রতিক্রিয়া থেকেও নখে সাদা দাগ দেখা দিতে পারে। কোনো নেইলপলিশ বা রিমুভার থেকেও এই অ্যালার্জি হতে পারে।
6/7
অ্যানিমিয়ায় ভুগলে নখে সাদা দাগ দেখা দেয়। খে সাদা দাগ পড়ে। কিডনির সমস্যার জন্য এরকম হয়ে থাকে।
7/7
শরীরের বিভিন্ন রোগের লক্ষণ নখে প্রকাশ পায়। এজন্য অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।