এক্সপ্লোর
Okra Water: সেদ্ধ বা তরকারি খেতে আপত্তি! ঢ্যাঁড়শ ভেজানো জল পান করুন, বদলে যাবে শরীর
Health Tips: সেদ্ধ বা তরকারি খেতে পছন্দ করেন না অনেকে, ঢ্যাঁড়শ ভেজানো জল পান করতে পারেন তাঁরা। উপকার পাবেন।
ছবি: পিক্সাবে।
1/10

খেতে ভাল না লাগলেও, পুষ্টিগুণের কথা মাথায় রেখেই অনেক সময় অপছন্দের শাক-সবজিও খেয়ে ফেলি আমরা। ঢ্যাঁড়শ তেমনই এক সব্জি। এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, বি কমপ্লেক্স রয়েছে।
2/10

ঢ্যাঁড়শ সেদ্ধ বা তরকারি যদি খেতে ইচ্ছে না-ও হয়, অন্য উপায়েও ঢ্যাঁড়শের পুষ্টিগুণ শরীরে পৌঁছে দিতে পারেন, যা হল, ঢ্যাঁড়শ ভেজানো জল। নাক সিঁটকানোর আগে জেনে নিন বিশদ।
Published at : 24 Aug 2023 01:14 PM (IST)
আরও দেখুন






















