এক্সপ্লোর
Parenting: ভালো মা-বাবা হতে গেলে সন্তানের সঙ্গে মিশতে হবে বন্ধুর মতো, আর কী কী করবেন?
Good Parents: ভালো বাবা-মা হতে হলে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সেগুলো একনজরে দেখে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

সন্তানের সঙ্গে মিশুন বন্ধুর মতো- প্রয়োজনে অবশ্যই সন্তানকে শাসন করুন। কিন্তু বকাঝকা বা মারধর একেবারেই নয়। বাচ্চা ভুল করলে তাকে বুঝিয়ে বলুন কোনটা ঠিক, কোনটা ঠিক নয়।
2/10

বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। তাহলে মা-বাবাকে বাচ্চাও ভরসা করতে শিখবে। সন্তানকে বোঝান, গোটা দুনিয়া বিরুদ্ধে গেলেও মা-বাবা পাশে থাকবেই, যেকোনও পরিস্থিতিতে।
Published at : 28 Dec 2022 04:42 PM (IST)
আরও দেখুন






















