এক্সপ্লোর
Propose Day 2025: হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব দেওয়া কবে থেকে শুরু হল ? জানেন এর আড়ালের কাহিনি ?
Propose Day 2025: প্রপোজ ডে-তে পছন্দের মানুষকে কাছে পেতে, নিজের জীবনে স্থায়ীভাবে পেতে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে প্রেমের প্রস্তাব দেন। হাঁটু মুড়ে প্রেমিকাকে প্রেমের স্মারক তুলে দেয় প্রেমিক।

প্রপোজ ডে শুরু হল কবে থেকে ?
1/10

ভালবাসার মরশুম শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে আর আগামীকাল ৮ তারিখ প্রপোজ ডে।
2/10

এভাবেই ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ভালবাসার যাত্রাপথ, তারপরেও রয়েছে আরও কিছু কিছু বিশেষ দিন।
3/10

প্রপোজ ডে-তে পছন্দের মানুষকে কাছে পেতে, নিজের জীবনে স্থায়ীভাবে পেতে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে প্রেমের প্রস্তাব দেন।
4/10

এই প্রেক্ষিতেই একে অপরকে প্রেমের সুরে বলেন 'আই লাভ ইউ'। হাঁটু মুড়ে প্রেমিকাকে প্রেমের স্মারক তুলে দেয় প্রেমিক।
5/10

কবে থেকে শুরু হল এই রীতি ? কে প্রথম এভাবে হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল ? জানেন এই দিনের ইতিহাস ?
6/10

এই ইতিহাস সেভাবে কোথাও লেখা নেই। তবে প্রথম ১৯২৫ সালে বিশ্বের ইতিহাসে এই হাঁটু মুড়ে প্রেম প্রস্তাবের ছবি প্রকাশ্যে আসে।
7/10

ইংরেজি ছবি 'সেভেন চান্সেস'-এর কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে এভাবেই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল।
8/10

এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। বলা হয় এই ছবির দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েই ইউরোপ জুড়ে এই রীতি প্রচলিত হয়।
9/10

'আই লাভ ইউ' শব্দটিও খোদ ইংরেজি নয়। একটি রিপোর্ট বলছে এটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ 'লুফু' থেকে যার অর্থ হল কারো প্রতি গভীর আসক্তি ও পছন্দ।
10/10

পার্সিয়ান শব্দ লুভে (Luve) এবং প্রাচীন জার্মান শব্দ 'লুবা' (Luba) থেকেই এসেছে এই 'লুফু' শব্দটি।
Published at : 07 Feb 2025 01:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
