এক্সপ্লোর
Quit Smoking Tips : ফুসফুসের ক্যান্সার রুখতে সিগারেট ছাড়তেই হবে, কিন্তু পারছেন না ?
ফুসফুসের ক্যান্সার রুখতে প্রথমেই সিগারেট ছাড়তে হবে, ছাড়াতেও হবে। কারণ সরাসরি ধূমপান যতটা ক্ষতিকারক, ততটাই মারাত্মক প্যাসিভ স্মোকিং।
Quit Smoking Tips : ফুসফুসের ক্যান্সার রুখতে সিগারেট ছাড়তেই হবে, কিন্তু পারছেন না ?
1/10

ফুসফুসের ক্যান্সার আমাদের দেশে ক্রমেই বেড়ে চলেছে। কর্কটরোগের বিভিন্ন ধরনের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যান্সার হল ফুসফুসের ক্যান্সার। আর এই ক্যান্সার থেকে বাঁচার পয়লা কদমই হল ধূমপান ছাড়া।
2/10

ধূমপান একটি নীরব ঘাতক । প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ প্রায় থাকেই না। যখন সমস্যা বেশ বেড়ে যায়, তখনও উপসর্গগুলি সামনে আসে।
Published at : 01 Aug 2022 04:15 PM (IST)
আরও দেখুন






















