এক্সপ্লোর
World Oceans Day 2023: ভয়াবহ দূষণের কবলে পৃথিবীর জলরাশি, সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয় 'বিশ্ব সমুদ্র দিবস'
World Oceans Day 2023: সমুদ্র এখন ভয়াবহ দূষণের কবলে। সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ দিনের পালন।
ছবি সৌজন্য: পিক্স্যাবে
1/10

আজ ৮ জুন, বিশ্ব সমুদ্র দিবস। বিশ্ব উষ্ণায়ন থেকে খাবারের জোগান, বৃষ্টিপাত থেকে জীববৈচিত্র্য- সমুদ্রের প্রভাব বহুদূর বিস্তৃত। সেই সমুদ্রই এখন ভয়াবহ দূষণের কবলে।
2/10

সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ দিনের পালন। সাধারণত 'পৃথিবীর ফুসফুস' নামে পরিচিত মহাসাগর বা সমুদ্র, সারা বিশ্বের মানুষের জন্য প্রোটিন এবং খাদ্যের একটি প্রধান উৎস।
Published at : 08 Jun 2023 10:23 PM (IST)
আরও দেখুন






















