এক্সপ্লোর
Lockdown: শুনশান শহর কলকাতা, কার্যত লকডাউন ফিরিয়ে দিল ২০২০-র স্মৃতি
শুনশান শহর কলকাতা, কার্যত লকডাউন ফিরিয়ে দিল ২০২০-র স্মৃতি
1/12

করোনা মোকাবিলায় ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন। শুনশান রাস্তাঘাট, রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। করোনার দ্বিতীয় ঢেউ ফেরাল ২০২০ সালের ভয়াবহ স্মৃতি।
2/12

সংক্রমণে লাগাম টানতে আজ থেকে বন্ধ লোকাল ট্রেন, মেট্রো। বাস, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অটো চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। ছাড় শুরু জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের যাতায়াতে। নিয়ম ভাঙলে অতিমারী আইনে ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের।
Published at : 16 May 2021 01:09 PM (IST)
আরও দেখুন






















