এই যুগের শাজাহান। তাজমহলের রূপে মুগ্ধ হয়ে স্ত্রীকেই উপহার দিয়ে বসলেন এক আস্ত তাজমহল।
2/10
শুনতে অবাক হলেও এমনই সত্যি হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দপ্রকাশ তাঁর স্ত্রীকে নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলেন।
3/10
তাজমহল দেখার পরই ঠিক করে নেন যে তেমনই একটি বাড়ি বানাবেন। আদল একেবারে যার তাজমহলের মত।
4/10
ফিরে এসে তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। নির্মাণশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন।
5/10
প্রায় তিন বছরের প্রচেষ্টায় এরপরই বানিয়ে ফেলা হয় একবারে তাজমহলের মত দেখতে একটি বাড়ি।
6/10
বাড়িটির নির্মাণে যুক্ত স্থাপত্যবিদ প্রবীণ চৌকশ বলেন, বাড়িটি ৯০ বর্গমিটার প্রশস্ত, তবে এর মূল কাঠামো ৬০ বর্গমিটার জুড়ে, উচ্চতা ২৯ ফুট।
7/10
বাড়িটির দু'টি তলায় দু'টি শোওয়ার ঘর। আছে রান্নাঘর, গ্রন্থাগার ও যোগাসনের ঘর।
8/10
সিভিল ইঞ্জিনিয়াররা তাজমহলের একটি 3D ছবির ভিত্তিতে বাড়িটি তৈরি করেছেন। তিনি আশা করেছেন তাঁর বাড়িটি আগামী দিনে বুরহানপুরে যাওয়ার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
9/10
স্ত্রী মঞ্জুসা চৌকসির জন্য চার ঘর বিশিষ্ট একটি ছোট্ট তাজমহল বানিয়েছেন আনন্দপ্রকাশ। যা রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
10/10
প্রতিদিনই অসংখ্য পর্যটক ও মানুষ এই স্থাপত্য দেখতে আসেন। এই বাড়িটি এখন দর্শনীয় স্থান হয়ে গিয়েছে।