শনিবার লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর অভিযোগ, বারবার ভুয়ো তথ্য দিয়ে দেশকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাহুল।
2/10
বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল। তারই জবাব দিলেন নির্মলা।
3/10
রাহুলকে ‘ভারতের ডুমসডে ম্যান’ বলে কটাক্ষ করেছেন নির্মলা।
4/10
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ, যারা দেশের ক্ষতি করতে চাইছে, তাদের সুরেই কথা বলছেন রাহুল।
5/10
নির্মলার অভিযোগ, দেশের প্রতি আস্থা নেই রাহুলের। তিনি বারবার দেশের অপমান করছেন।
6/10
করোনা অতিমারীর সময়েও রাহুল দেশের অপমান করেছেন বলে দাবি নির্মলার।
7/10
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন রাহুল। তিনি মোদি সরকারের বিরুদ্ধে দেশের দুই শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করেন। এরই জবাব দিলেন নির্মলা।
8/10
মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসের শাসনকালে কেন কৃষকদের ঋণ মকুব করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন নির্মলা।
9/10
পঞ্জাবের ‘কৃষক-বিরোধী’ আইন নিয়েও রাহুলকে কটাক্ষ করেছেন নির্মলা।
10/10
কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ৩ কৃষি আইন কেন কৃষক-বিরোধী, সে বিষয়ে রাহুলের অন্তত একটি যুক্তি তুলে ধরা উচিত ছিল বলেও কটাক্ষ করেছেন নির্মলা।