আইপিএল খেলতে এখন আরব আমিরশাহিতে রবীন্দ্র জাডেজা। জাডেজা জানিয়েছেন, লকডাউনের সময় পোষা ঘোড়াদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।
2/8
জাডেজার খামারবাড়ি রয়েছে গুজরাতের জামনগরে। সেখানে রয়েছে তাঁর কয়েকটি ঘোড়া। তিনি বলেছেন, ক্রিকেট প্র্যাকটিসের জন্য খামারবাড়িতে বিশেষ থাকতে পারেন না তিনি। তবে গত কয়েক মাস ঘোড়াদের সঙ্গে সময় কেটেছে। ঘোড়া চড়তে আগে বন্ধুর বাড়ি যেতেন, তারপর তিনি নিজেও ঘোড়া ও ঘোড়ার ব্রিডিংয়ে আগ্রহী হয়ে পড়েন।
3/8
২০১০-এ কয়েকটি ঘোড়া কেনেন জাডেজা। তাদের যত্নআত্তি করেন তিনি, ব্রিডিং করান, তবে ঘোড়া বিক্রি করেন না।
4/8
5/8
6/8
লকডাউন মিটে গেলে শহর থেকে ২৫ কিলোমিটার দূরে খামারবাড়িতে আবার যাবেন তিনি। জাডেজা বলেছেন।
7/8
ঘোড়ার খাবারে তিনি রাখেন নির্দিষ্ট অনুপাতে চানা, গুড় আর শস্য। দেখেন, যাতে সেরা গুণমানের ঘাস পায় তারা।