এক্সপ্লোর
Amarnath Yatra 2023: অমরনাথ যাত্রা ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা কাশ্মীরে, তৈরি লঙ্গর-হাসপাতাল
Amarnath Yatra Update: ১ জুলাই থেকে সরকারি ভাবে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। নানওয়ান-পহলগাম এবং বালতাল থেকে যাত্রা শুরু হবে। ৬২ দিন ধরে চলবে এই তীর্থযাত্রা।
নিজস্ব চিত্র
1/10

শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। শুক্রবারই জম্মু থেকে যাত্রা শুরু করবেন প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা। জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুরু হবে হাঁটা। এখান থেকে কাশ্মীর উপত্যকার বেস ক্যাম্পে যাবেন দর্শনার্থীরা। সেখান থেকেই দক্ষিণ কাশ্মীরের শিবতীর্থ অমরনাথ দেবদর্শনে যাবেন যাত্রীরা। ৩৮৮০ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথ তীর্থক্ষেত্র।
2/10

১ জুলাই থেকে সরকারি ভাবে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। নানওয়ান-পহলগাম এবং বালতাল থেকে যাত্রা শুরু হবে। ৬২ দিন ধরে চলবে এই তীর্থযাত্রা।
Published at : 30 Jun 2023 11:28 AM (IST)
আরও দেখুন






















