এক্সপ্লোর
Imran Khan:পর পর তিনটি মামলার রায় বিপক্ষে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, কেন বিয়ে 'বৈধ' নয় বলল আদালত?
Pakistan News:২০১৮ সালে ইমরান খানের সঙ্গে বুশরা বিবির বিয়ে বেআইনি, জানিয়ে দিল পাকিস্তানের আদালত। এই নিয়ে, আরও একটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিপক্ষে গেল রায়।

পর পর তিনটি মামলার রায় বিপক্ষে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, কেন বিয়ে 'বৈধ' নয় বলল আদালত?
1/8

২০১৮ সালে ইমরান খানের সঙ্গে বুশরা বিবির বিয়ে বেআইনি, জানিয়ে দিল পাকিস্তানের আদালত। এই নিয়ে, আরও একটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিপক্ষে গেল রায়।
2/8

২০১৮ সালের জানুয়ারি মাসে 'নিকাহ' সেরেছিলেন ইমরান খান ও বুশরা বিবি। তখনও পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে মাসসাতেক বাকি ইমরানের।
3/8

প্রথমে, এই বিয়ের কথা অস্বীকার করলেও বেশ কয়েক সপ্তাহ পর তাঁর দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই বিষয়টি স্বীকার করে। তবে, বুশরা 'ইদ্দত'-র মেয়াদ পার করেছেন কিনা, এই নিয়ে একটি বিতর্ক ছিলই। যদিও স্বামী-স্ত্রী দু'জনেই এই ধরনের কোনও বিধিভঙ্গের কথা মানতে চাননি।
4/8

এর মধ্যে এভাবে কোর্ট এই ফয়সালা শুনিয়ে দেওয়ায় আরও কিছুটা চাপ বাড়ল পিটিআই নেতার। আপাতত, রাওয়ালপিন্ডির জেলে রয়েছেন ইমরান। অন্য দিকে, বুশরা বিবিকে ইসলামাবাদে, দম্পতির 'ম্যানসনেই' অন্তরীণ রাখা হয়েছে।
5/8

আগামী বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। এমনিতেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।তার উপর, এদিন তৃতীয় মামলায় সস্ত্রীক ৭ বছরের কারাদণ্ড পাওয়ার পাশাপাশি দু'জনকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে বলেও খবর।
6/8

পাক সংবাদসংস্থা সূত্রের খবর, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ধর্মীয় নিয়ম অনুযায়ী 'ইদ্দত' বা বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ পার করেননি বুশরা। তার আগেই ইমরানকে বিয়ে করেন। ফলে তাঁদের বিয়ে 'বৈধ' নয়।
7/8

এর আগে, রাষ্ট্রের গোপন তথ্য় ফাঁসের মামলায় ১০ বছর কারাদণ্ড পেয়েছেন ৭১ বছরের এই নেতা।
8/8

তা ছাড়া, জাতীয় উপহার বেআইনি ভাবে বিক্রি করার মামলায় সস্ত্রীক ১৪ বছর জেল হয় ইমরানের। এবার তৃতীয় মামলাতেও শাস্তি।
Published at : 03 Feb 2024 08:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
