এক্সপ্লোর
Stadium-sized asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাটাকার গ্রহাণু, 'বিপজ্জনক' জানাল Nasa
Asteroid
1/7

পৃথিবীর দিকে প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে এক সুবিশাল গ্রহাণু। ইতিমধ্যেই এই গ্রহাণু নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নাসা। এই গ্রহাণুকে বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে।
2/7

এই গ্রহাণু বিশালায়তন। উদাহরণ দিতে গেলে বলতে হয় প্রায় একটি স্টেডিয়ামের মতো। মহাকাশের নিরিখে এই আয়তন তেমন না হলেও, গতি ও পৃথিবীর নিরিখে এই আয়তনের গ্রহাণু কিন্তু মারাত্মক হতে পারে সংঘর্ষের ক্ষেত্রে।
Published at : 22 Jul 2021 12:44 AM (IST)
আরও দেখুন






















