এক্সপ্লোর
Stadium-sized asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাটাকার গ্রহাণু, 'বিপজ্জনক' জানাল Nasa

Asteroid
1/7

পৃথিবীর দিকে প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে এক সুবিশাল গ্রহাণু। ইতিমধ্যেই এই গ্রহাণু নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নাসা। এই গ্রহাণুকে বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে।
2/7

এই গ্রহাণু বিশালায়তন। উদাহরণ দিতে গেলে বলতে হয় প্রায় একটি স্টেডিয়ামের মতো। মহাকাশের নিরিখে এই আয়তন তেমন না হলেও, গতি ও পৃথিবীর নিরিখে এই আয়তনের গ্রহাণু কিন্তু মারাত্মক হতে পারে সংঘর্ষের ক্ষেত্রে।
3/7

মহাকাশ গবেষণায় এর বৈজ্ঞানিক নাম- 2008Go20। ২৫ জুলাই পৃথিবীর খুব কাছে চলে আসবে এই অ্যাস্টেরয়েডটি।
4/7

গাণিতিক হিসেবে বলা যায়, এর ব্যাস প্রায় ২২০ মিটার। একে 'নিয়ার আর্থ অবজেক্ট' বা পৃথিবীর কাছাকাছি থাকা বস্তু হিসেবে ধরা হয়েছে। আসলে জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, পৃথিবী থেকে ১৯৪ মিলিয়ন কিলোমিটার দূরত্বে থাকা কোনও বস্তুকে 'নিয়ার আর্থ অবজেক্ট' হিসেবে ধরা হয়ে থাকে।
5/7

এই গ্রণুগুলির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি থাকে, যা তাদের নিজেদের গতিপথকে পরিবর্তন করে দেয়। কিন্তু এই গ্রহাণুর গতিপথে আদৌ বদল আসবে কি না তা এখন হিসেব নিকেশ করতে ব্যস্ত নাসার বিজ্ঞানীরা।
6/7

পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর সঙ্গে এটি ধাক্কা খেতে পারে। এই জন্যই গ্রহাণুটি নিয়ে এতটা চিন্তিত নাসা।
7/7

২৫ জুলাই রাত ৩টে নাগাদ পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে এই গ্রহাণু। সেই সময় পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে ৪.৭ মিলিয়ন কিলোমিটার।
Published at : 22 Jul 2021 12:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
