এক্সপ্লোর
Rajpath History: ঔপনিবেশিকতার অবসান, স্বাধীন ভারতের জন্ম ,বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, দিল্লির রাজপথ এখন ‘কর্তব্য পথ’
Rajpath Renamed: রাজপথের নাম বদলে রাখা হল ‘কর্তব্য পথ’।
ছবি: পিটিআই।
1/10

শুধু সংসদভবন চত্বরের রূপরেখা বদলই নয়, দিল্লির ঐতিহাসিক রাজপথও যে মুছতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল কয়েক দিন আগেই। বুধবার তাতে সরকারি সিলমোহর পড়ল। রাজপথের নাম বদলে রাখা হল ‘কর্তব্য পথ’।
2/10

ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের সম্মানে নামাঙ্কিত রাজপথ ঔপনিবেশিক শাসনকালের প্রতীক এবং তা থেকে স্বাধীনতার পথে ফিরতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। কিন্তু শুধুই ঔপনিবেশিকতার প্রতীক নয়, শতায়ু রাজপথের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ভাবে জড়িয়ে ভারতের ইতিহাস।
Published at : 07 Sep 2022 03:19 PM (IST)
আরও দেখুন






















