এক্সপ্লোর
Black Fungus: করোনার মধ্যেই ভয়ঙ্কর মিউকরমাইকোসিস, দেশে আক্রান্ত প্রায় ৯ হাজার
bf_2
1/10

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার কাজটা আরও কঠিন করে তুলেছে করোনা আক্রান্তদের মধ্যে সেরে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত প্রায় ৮,৮৪৮ টি মিউকরমাইকোসিস সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এটাই ব্ল্যাক ফাঙ্গাস নামে পরিচিত। (ছবি-পিটিআই)
2/10

সমস্ত রাজ্যগুলির মধ্যে গুজরাতেই সবচেয়ে বেশি মিউকরমাইকোসিস সংক্রমণের ঘটনা সামনে এসেছে। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২,২৮১। এরপরই মহারাষ্ট্রে ২,০০০, অন্ধ্রপ্রদেশে ৯১০, মধ্যপ্রদেশে ৭২০, রাজস্থানে ৭০০, কর্ণাটকে ৫০০, হরিয়ানায় ২৫০, দিল্লিতে ১৯৭, পঞ্জাবে ৯৫, ছত্তিসগড়ে ৮৭, বিহারে ৫৬, তামিলনাড়ুতে ৪০, কেরলে ৩৬, ঝাড়খণ্ডে ২৭, ওড়িশায় ১৫, গোয়াতে ১২ ও চণ্ডীগড়ে ৮ জনের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। (ছবি-পিটিআই)
Published at : 23 May 2021 07:26 PM (IST)
আরও দেখুন






















