এক্সপ্লোর
PF Account New Rule: নয়া পিএফ বিধি- এ মাস থেকেই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি বাধ্যতামূলক, জেনে নিন সংযোগের পদ্ধতি
PF Account New Rule
1/9

প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টে নিয়োগকারী সংস্থার প্রদত্ত অর্থ পেতে এখন থেকে বাধ্যকামূলক আধার কার্ড সংযুক্তি। নতুন এই নিয়ম জুন থেকে কার্যকর হয়েছে। এ কথা আগেই জানিয়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। সামাজিক নিরাপত্তা বিধি ২০২০-র ১৪২ ধারায় সাম্প্রতিক বদলের কারণে আধার কার্ডের সঙ্গে কর্মীদের প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টের সংযুক্তি বাধ্যতামূলক হয়েছে।
2/9

নতুন নিয়মে ক বলা হয়েছে, প্রভিডেন্ট ফান্ড আধারের সঙ্গে যুক্ত না হলে বা ইউএএন নম্বর আধার ভেরিফায়েড না হলে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন (ইসিআর) জমা দেওয়া হবে না। অর্থাৎ কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে নিজেদের জমাকৃত অর্থ দেখতে পারলেও নিয়োগকর্তার প্রদত্ত অর্থ পাবেন না।
Published at : 09 Jun 2021 02:22 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















