এক্সপ্লোর
PF Account New Rule: নয়া পিএফ বিধি- এ মাস থেকেই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি বাধ্যতামূলক, জেনে নিন সংযোগের পদ্ধতি

PF Account New Rule
1/9

প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টে নিয়োগকারী সংস্থার প্রদত্ত অর্থ পেতে এখন থেকে বাধ্যকামূলক আধার কার্ড সংযুক্তি। নতুন এই নিয়ম জুন থেকে কার্যকর হয়েছে। এ কথা আগেই জানিয়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। সামাজিক নিরাপত্তা বিধি ২০২০-র ১৪২ ধারায় সাম্প্রতিক বদলের কারণে আধার কার্ডের সঙ্গে কর্মীদের প্রভিডেন্ট ফাণ্ড অ্যাকাউন্টের সংযুক্তি বাধ্যতামূলক হয়েছে।
2/9

নতুন নিয়মে ক বলা হয়েছে, প্রভিডেন্ট ফান্ড আধারের সঙ্গে যুক্ত না হলে বা ইউএএন নম্বর আধার ভেরিফায়েড না হলে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন (ইসিআর) জমা দেওয়া হবে না। অর্থাৎ কর্মীরা প্রভিডেন্ট ফান্ডে নিজেদের জমাকৃত অর্থ দেখতে পারলেও নিয়োগকর্তার প্রদত্ত অর্থ পাবেন না।
3/9

এই বিষয় প্রসঙ্গে এক বিশেষজ্ঞ বলেছেন, সংগঠিত-অসংগঠিত বা অন্য কোনও ক্ষেত্রের সমস্ত কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তার সুবিধা পৌঁছে দিতে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত আইনগুলি সুসংহত ও সংশোধনের জন্য সামাজিক নিরাপত্তা বিধি ২০২০। এই ধারা অনুসারে , যে সমস্ত কর্মী ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা বিভিন্ন প্রকল্পের আওতায় সুযোগ বা সুবিধা পাবেন, এজন্য রেজিস্ট্রেশন করাতে চাইছেন, তাঁদের ক্ষেত্রে আধার নম্বর প্রদান বাধ্যতামূলক। ইপিএফও এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে তাদের কর্মীদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে তাঁদের আধার নম্বরের যাতে সংযুক্তি হয়, তা নিশ্চিত করতে হবে নিয়োগকারী সংস্থাগুলিকে।
4/9

তবে এ ব্যাপারে উদ্বেগের কোনও কারণ নেই। যদি আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্টের সংযুক্তি না হয়ে থাকে, তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আধারের সঙ্গে ইপিএফ লিঙ্ক করবেন ?
5/9

১. প্রথমে অফিশিয়াল ইপিএফও ওয়েবসাইটে www.epfindia.gov.in লগ ইন করুন।
6/9

২. এবার অনলাইন সার্ভিসেস অপশনে e-KYC Portal ক্লিক করুন। এবার UAN আধার লিঙ্ক করুন।
7/9

৩. নিজের UAN নম্বর ও UAN অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টারড মোবাইল নম্বর আপলোড করুন।
8/9

৪. নিজের মোবাইলে ওটিপি নম্বর দেখতে পাবেন এবার। ওটিপি নম্বর ওটিপি বক্সে সাবমিট করুন। এবার আধার নম্বর ফর্মে সাবমিট করুন। সবশেষে প্রোপোজড টু ওটিপি ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন।
9/9

৫. এই পদক্ষেপে মোবাইল নম্বরে ওটিপি জেনারেট করুন। মেইলে লিঙ্ক করা আধার ডিটেইলস চেক করুন। একবার ভেরিফাই হয়ে গেলে আপনার আধার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।
Published at : 09 Jun 2021 02:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
