এক্সপ্লোর
Iran on Antarctica: সেনাঘাঁটি-গবেষণাকেন্দ্র গড়ার ঘোষণা ইরানের, এবার আন্টার্কটিকা নিয়ে টানাপোড়েন
Iran Property Rights in Antarctica: এবার আন্টার্কটিকা নিয়েও কি টানাপোড়েন? ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/11

মেরুপ্রদেশকে ঘিরেও এবার আন্তর্জাতিক টানাপোড়েন। আন্টার্কটিকার উপর নিজেদের অধিকার দাবি করল ইরান। সেখানে দেশের পতাকা উত্তোলনের ঘোষণা করা হয়েছিল, এবার সরাসরি আন্টার্কটিকাকে নিজেদের মালিকানাধীন বলে দাবি করল তারা। ছবি: পিক্সাবে।
2/11

ইরানীয় নৌবাহিনীর কম্যান্ডার রেয়ার অ্যাডমিরাস শাহরম ইরানি গত সেপ্টেম্বরেই আন্টার্কটিকায় দেশের পতাকা উত্তোলনের ঘোষণা করেছিলেন। তাঁর দাবি, আন্টার্কটিকার উপর সম্পত্তির অধিকার রয়েছে। সেখানে প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুলবেন তাঁরা। ছবি: পিক্সাবে।
Published at : 22 Feb 2024 08:49 AM (IST)
আরও দেখুন






















