এক্সপ্লোর
Police Commemoration Day:কলকাতার রেড রোডে পালিত পুলিশ শহিদ স্মৃতি দিবস, শ্রদ্ধা নিবেদন পুলিশ কমিশনারের

Police Commemoration Day
1/10

আজ কলকাতার রেড রোডের পুলিশ স্মতি স্মারক স্থলে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস।
2/10

উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
3/10

প্রতি বছর ২১ অক্টোবর পুলিশ শহিদ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়।
4/10

কর্তব্য পালন করতে গিয়ে যাঁরা আত্ম বলিদান দিয়েছেন, এমন সাহসী পুলিশ কর্মীদের এই দিনটি স্মরণ করা হয়।
5/10

আজকের দিনটিতে শহিদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
6/10

১৯৫৯-এর ২১ অক্টোবর লাদাখে চিনা বাহিনী ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায়। এরফলে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। ওই সময় দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ছিল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কাঁধে।
7/10

সাতজন পুলিশ কর্মীকে বন্দি করে নিয়ে যায় চিনা বাহিনী। তাঁরা চিনা বাহিনীর খপ্পর থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
8/10

১৯৫৯-এর ২৮ নভেম্বর চিনা বাহিনী শহিদ পুলিশ কর্মীদের দেহ ভারতের হাতে ফিরিয়ে দেয়।
9/10

লাদাখের উষ্ণ প্রস্রবনের সামনে পূর্ণ মর্যাদায় শহিদ পুলিশ কর্মীদের শেষকৃত্য সম্পন্ন হয়।
10/10

তারপর থেকে প্রতি বছর ২১ অক্টোবর দিনটি পুলিশ শহিদ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে শহিদ পুলিশ কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করা এবং তাঁদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়। (ছবি সৌজন্যে ফেসবুক পেজ-কলকাতা পুলিশ)
Published at : 21 Oct 2021 01:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
