এক্সপ্লোর
Mumbai Unlock: মহারাষ্ট্রে নিম্নমুখী করোনা সংক্রমণ, মুম্বই-এ আনলক পর্ব শুরুর ইঙ্গিত সরকারের
ফাইল ছবি
1/5

বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রে কমছে করোনা সংক্রমণ। সূত্রে খবর আগামী ১ জুন থেকেই আনলক পর্ব শুরু হতে পারে মুম্বই-এ। যদিও জানা গিয়েছে, এ ক্ষেত্রে বিধি-নিষেধ পুরোপুরি তুলে দেওয়া হবে না। কিছু দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
2/5

শুরুতে সংক্রমণের কারণে মহারাষ্ট্রের ১৮টি জেলা ১৫ জুন পর্যন্ত রেড জোনের আওতাভুক্ত করার কথা বলা হয়েছিল। তবে সংক্রমণ কমায় এই সিদ্ধান্ত নিয়ে আনলক পর্ব শুরু হতে পারে বলেই খবর।
3/5

জানানো হয়েছে, যেহেতু বর্ষা এগিয়ে আসছে, তাই সেই সম্পর্কিত সমস্ত নন এসেনশিয়াল জিনিসের দোকানও খুলে দেওয়া হবে। যেমন ছাতা, রেইনকোর্ট, বর্ষার জুতো ইত্যাদির দোকানও খুলবে বলেই খবর প্রশাসনিক সূত্রে। তবে সব দোকানই কিছু সময়ের জন্য খোলা হবে। সারাদিন দোকান খোলার অনুমতি দেওয়া হবে না।
4/5

কিছুদিন আগেও সারা দেশে মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি ছিল। এই রাজ্যের ১২ জেলায় গত ১৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির গতি নিম্নমুখী হয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ১০ শতাংশেরও নিচে নেমেছে সংক্রমণ।
5/5

উল্লেখ্য, মহারাষ্ট্রে যেসব শিশুদের বাবা মা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের দ্বাদশ শ্রেণী অবধি বিনামূল্যে শিক্ষার খরচ বহনের প্রস্তাব দিয়েছে মহারাষ্ট্র সরকার। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকর।
Published at : 28 May 2021 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
