এক্সপ্লোর
Mars Opal Finding: মঙ্গলের মাটিতে ময়ূরপঙ্খী রত্নের ভাণ্ডার! জলের অস্তিত্ব ঘিরে আরও জোরাল হল সম্ভাবনা
Curiosity Rover: মহাকাশে প্রাণের সন্ধান করছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই ময়ূরপঙ্খী রত্ন সঞ্চিত থাকার ইঙ্গিত। তাই জলের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে।
ছবি: পিক্সাবে।
1/11

মঙ্গলের বুকে আস্ত রত্নভাণ্ডার লুকিয়ে থাকতে পারে বলে এ বার হদিশ পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দীর্ঘ কাল আগে শুকিয়ে যাওয়া একটি হ্রদের নিচে ওপল রত্নের ভাণ্ডার রয়েছে বলে মিলল ইঙ্গিত।
2/11

নাসা-র কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটিতে বিচরণ করে এমনই ইঙ্গিত পেয়েছে। তবে এই রত্নভাণ্ডারের সন্ধান আরও বৃহত্তর সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে। তা হল, হতে পারে যত আগে মনে করা হচ্ছিল, তার চেয়ে ঢের সময় পরেও মঙ্গলে জল এবং পাথরের মিথস্ক্রিয়া চলেছে।
Published at : 07 Jan 2023 03:35 PM (IST)
আরও দেখুন






















