এক্সপ্লোর
PM Modi: যোগব্যায়ামের পর সেলফি! শ্রীনগরে যোগ দিবসে কাদের সঙ্গে ছবি তুললেন মোদি?
International Yoga Day: বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল অনুষ্ঠান। হলের ভিতরে যোগব্যায়াম হয়। বৃষ্টি হওয়ার পরে আবার বাইরে বেরিয়ে সেলফি তোলেন তিনি।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

আন্তর্জাতিক যোগ দিবস শ্রীনগরে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম কাশ্মীর উপত্যকায় মোদি। ১০তম আন্তর্জাতিক যোগ দিবসে সেখানেই যোগব্যায়ামে করলেন তিনি।
2/10

সকাল সাড়ে ছটা থেকে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সব ভেস্তে যায়। হলের ভিতরে হয় অনুষ্ঠান।
3/10

পরে বৃষ্টি থেমে গেলে ডাল লেকের পাশে ভিড় জমান সকলে। সেখানে সকলের সঙ্গে সেলফি তোলেন নরেন্দ্র মোদি।
4/10

এদিন যোগব্যায়ামের অনুষ্ঠানের জন্য SKICC-এর আশপাশে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। SPG, মার্কোস কম্যান্ডোর জওয়ানরা ছিলেন নিরাপত্তায়।
5/10

এদিন মোদিকে সবার সামনে বসে যোগব্যায়াম করতে দেখা যায়। যোগ দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন তিনি।
6/10

এদিনের অনুষ্ঠানে যোগ নিয়ে তাঁর বক্তব্য়ে নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিটি কোণায় যাঁরা যোগদিবস পালন করছেন তাঁদের শুভেচ্ছা জানান তিনি।
7/10

সারা বিশ্বে যোগব্যায়ামের গুরুত্ব ও উপকারিতা প্রচারের জন্যই এই দিনটি তৈরি করা হয়েছিল। মোদি ক্ষমতায় এসেই এই দিন পালন শুরু করেছিলেন। সারা বিশ্বে নানা জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে এবারও।
8/10

এদিন মোদি বলেন, 'যোগ দিবসে সারা বিশ্বে যাঁরা এই দিনটি পালন করছেন তাঁদের শুভেচ্ছা জানাই। সারা বিশ্বে যোগব্যায়ামে আগ্রহীদের সংখ্যা বাড়ছে।'
9/10

২০১৪ সালে আন্তর্জাতিক যোগ দিবস পালন শুরু হয়েছিল। ইউনাইটেড নেশনসে ভারতের তরফে থেকে দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার আবেদন করা হয়েছিল। ১৭৭টি দেশ এটিকে সমর্থন করেছিল।
10/10

যোগব্য়ায়ামের মাধ্যমে অর্থনীতিও লাভবান হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ভারতে হৃষিকেশ, কাশী থেকে কেরল- সর্বত্র যোগব্যায়ামের উপর নির্ভর করে পর্যটন শিল্প গড়ে উঠছে। সারা বিশ্ব থেকে ভারতে যোগব্য়ায়াম শিখতে সবাই আসছেন বলেও জানিয়েছেন তিনি। সব ছবি: PTI, X
Published at : 21 Jun 2024 05:27 PM (IST)
View More
Advertisement
Advertisement






















