এক্সপ্লোর
PM Modi Kalki Dham temple: বৈদিক আচার অনুষ্ঠান করে কল্কিধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে বহিষ্কৃত আধ্যাত্মিক গুরু
PM Modi: নানারকম বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানেও মোদির সঙ্গে ছিলেন যোগী।

বৈদিক আচার অনুষ্ঠান করে কল্কিধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
1/10

একের পর এক মন্দির উদ্বোধন করছেন নরেন্দ্র মোদি। অযোধ্যায় রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা। আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের সূচনা। এরপরে সম্ভালের কল্কি মন্দির।
2/10

সোমবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় কল্কি ধাম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
3/10

এদিন নানারকম বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানেও মোদির সঙ্গে ছিলেন যোগী।
4/10

শ্রী কল্কিধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম ছিলেন এদিনের অনুষ্ঠানে। এখানে উল্লেখ্য এই আচার্য প্রমোদ কৃষ্ণমকেই সম্প্রতি ছয় বছরের জন্য কংগ্রেস বহিষ্কার করে।
5/10

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ভাষণ দিতে গিয়ে আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, "এখানে লক্ষাধিক ভক্ত উপস্থিত । বিশ্ববাসী কল্কি ধাম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা শোনার জন্য অপেক্ষা করছে। এটি আমাদের দেশ ও 'সনাতন ধর্ম'-এর জন্য একটি গর্বের মুহূর্ত'
6/10

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেদিন রাম লালার অভিষেকেও বসেন তিনি।
7/10

এরপর পুজো পাঠের মাধ্যমে রামলালার স্নিগ্ধ মূর্তিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়।
8/10

রাম মন্দির উদ্বোধনের আগে বেশ কিছুদিন কঠোর অনুশাসনের মধ্যে নিজেকে রেখেছিলেন প্রধানমন্ত্রী। খেয়েছিলেন শুধু ডাবের জল। শুয়েছিলেন কম্বল পেতে।
9/10

কিছুদিন আগেই আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। এটিই এখানকার প্রথম হিন্দু মন্দির। রাজকীয় উদ্বোধন পর্বের পর মন্দিরের গায়ে প্রধানমন্ত্রী লিখে দেন ‘বসুধৈব কুটুম্বকম’।
10/10

আবুধাবিতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান অনাবাসী ভারতীয়রা। আবু ধাবিতে এই রাজকীয় মন্দিরের উদ্বোধনে হাজির ছিলেন বলিউড তারকারা। অক্ষয় কুমার, বিবেক ওবেরয়ের উপস্থিতিতে হয় উদ্বোধন।
Published at : 19 Feb 2024 05:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
