মেদিনীপুরে অমিত শাহের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সভা শেষে দুটি বাস ও একটি ছোট গাড়িতে করে জেলার চন্দ্রকোণা-২ ব্লকের বিজেপির দক্ষিণ মণ্ডলের নেতা-কর্মীরা ফিরছিলেন। সে সময় কেশপুর থানার বাজুয়াড়া এলাকায় মেদিনীপুর-চন্দ্রকোণা রাজ্য সড়ক পার হওয়ার সময় তৃণমূল কর্মীরা ইঁট ছুড়ে বাস ভাঙচুর করে বলে অভিযোগ।
2/11
শীলভদ্র দত্ত বিজেপিতে যোগদানের পরই অশান্ত হয়ে উঠেছে ব্যারাকপুর। ২০ নম্বর ওয়ার্ডে বিটি রোডের ওপর বিজেপি কার্যালয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আগুন দিয়েছে বলে অভিযোগ।
3/11
4/11
বিজেপিতে যোগ দিতেই মালদার চাঁচলে পোড়ানো হলো শুভেন্দু অধিকারীর পোস্টার। তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা এই পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
5/11
দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায় হাই মার্চ লাইটের পাশে ও যাত্রী প্রতীক্ষালয়ে শুভেন্দুর সব ছবিতে কালি মাখালেন স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ। সঙ্গে ছিলেন বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় ডাঃ শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
6/11
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্ত হলদিয়া। ছেঁড়া হলো শুভেন্দুর ফ্লেক্স।
7/11
8/11
এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মদন মিত্র। এছাড়াও ছিলেন কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি গোপাল সাহা এবং স্বপন মণ্ডল।
9/11
শুভেন্দু অধিকারী দল ছাড়ায় কামারহাটি বিধানসভা অঞ্চলে কার্যত উৎসব পালন করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
10/11
কোন্নগর জোড়া পুকুর ধারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে মীরজাফর বলে লেখা ব্যানার পড়ল।
11/11
এতে আহত হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।