এক্সপ্লোর
Silkyara Tunnel collapse: বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ, শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে আজ?
বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ, শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে আজ?
সামান্য কিছু ধাপেই বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ
1/10

উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। বারবার বাধার মুখে পড়ছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজ চলছে ধীরগতিতে, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আর মাত্র কয়েকমিটার ড্রিলিং বাকি। তাহলেই নাগাল পাওয়া যাবে সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকদের। কিন্তু সেই সামান্য কিছু ধাপেই বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ।
2/10

ধস-বিধ্বস্ত টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করছে। পাথর কাটতে আনা হয়েছে বিদেশি অগার মেশিন।
Published at : 24 Nov 2023 01:08 AM (IST)
আরও দেখুন






















