এক্সপ্লোর
Uttarkashi Tunnel Rescue: অন্ধকারের মধ্যে ১৭ দিন, একসঙ্গে বেঁধে বেঁধে থাকা, অসম্ভবকে সম্ভব করে বাইরে বেরোলেন ৪১ শ্রমিক
Uttarkashi Rescue Operation: সুড়ঙ্গে মুক্তির আলো, উত্তরকাশীর টানেল থেকে বের করা হল ৪১ জন শ্রমিককে। ১৭দিনের লড়াইয়ের পরে বেরিয়ে এলেন হুগলি, কোচবিহারের ৩ বাঙালি।
ছবি সৌজন্য: পিটিআই
1/10

অপেক্ষার দীর্ঘ ৪০০ ঘণ্টা। টানা ১৭ দিন ধরে সুড়ঙ্গে বন্দি থাকার পর, অবশেষে উদ্ধার করা হল সকল ৪১ জন শ্রমিককেই। প্রথম ধাপে বের করা হয় ২ জনকে।
2/10

ধ্বংসস্তূপ টপকে শ্রমিকদের কাছে পৌঁছতে তিন মিটার বাকি ছিল যখন, সেই সময়ই সুড়ঙ্গের মধ্যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার এবং অক্সিজেন সিলিন্ডার এক এক করে প্রবেশ করে। শ্রমিকদের দেখতে পৌঁছয় চিকিৎসকদের একটি দলও।
Published at : 28 Nov 2023 09:12 PM (IST)
আরও দেখুন






















