এক্সপ্লোর
Advertisement

Hiroshima and Nagasaki: ৭৬ বছর ধরে পরমাণু হামলা ক্ষতের স্মৃতি আগলে হিরোসিমা-নাগাসাকি, আজও শোনা যায় ঐতিহাসিক কান্না

স্মৃতির ওপর কত স্মৃতি জমেছে
1/9

ছিয়াত্তর বছর পেরিয়ে গিয়েছে সে স্মৃতি, সে ইতিহাস ভুলে যাওয়ার কথা ছিল, তা ভুলতে পারা গেল না। স্মৃতির ওপর কত স্মৃতি জমেছে।
2/9

কিন্তু হিরোসিমা-নাগাসাকির ইতিহাস এক ক্ষতের ইতিহাস। যা আজও দগদগে। বিজ্ঞানের অভিশাপে আজও সে ক্ষতে প্রলেপ পড়েনি।
3/9

৬ এবং ৯ আগস্ট সেই বোমা বিস্ফোরণের মুহূর্ত অর্থাৎ ১১টা ২ মিনিট! দুটো জ্বলজ্যান্ত শহর কবরে পরিণত হয়েছিল সেদিন।
4/9

নাগাসাকিতে এখনও রয়েছে সেই ঘড়ি, যা সেই সময়কেই নির্দেশ করায়, মনে করায়। ৭৬ বছর পরও মনে পড়ে।
5/9

হিরোসিমায় যেমন অ্যাটমিক বম্ব ডোম আজও মাথা উঁচু করে বিধ্বংসী বোমার প্রতীক রূপে দাঁড়িয়ে। সেখানে কান পাতলে ইতিহাসের কান্না শোনা যায়।
6/9

দুই শহরে বোমা বিস্ফোরণে মুহুর্তে ও কয়েক দিনে লক্ষাধিক ছাড়িয়েছিল সংখ্যা। কলঙ্কিত দিনের সেই আতঙ্ক আজও ঘোচেনি মানুষের মনের মধ্য থেকে। বিশ্ব আজও বহন করে মানবতার সেই লজ্জাকে। অমানবিক শব্দ সেখানে ক্ষুদ্র।
7/9

পারমাণবিক বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিল ঠিক। কিন্তু পারমাণবিক রেশ বহন করেছিল জাপান। রোগে, জরায়, অসুখে সময় যাপনেই অভ্যস্ত হয়ে উঠেছিল প্রাচ্যের এই দেশ।
8/9

'ফ্যাট ম্যান' এবং 'লিটল বয়'-এর তাণ্ডবে চোখের পলকে ধ্বংস হয় দুটি শহর। চারদিকে কান্নার আওয়াজও ছিল না।
9/9

কারণ জীবন কোথায়, কোথায় জীবন্ত প্রাণ! সবটাই তখন ভস্মীভূত। ঝলসে যাওয়া মুহুর্ত।
Published at : 07 Aug 2021 05:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
