এক্সপ্লোর
Hiroshima Day: যুদ্ধ নয়, শান্তি চাই, শুধুই কি মুখের বুলি! ৭৭ বছরেও ক্ষমা চাওয়া হয়নি হিরোশিমার কাছে
Hiroshima Bombing: যুদ্ধের ক্ষত নিয়ে আজও বাঁচছে হিরোশিমা।
যুদ্ধের ক্ষত নিয়ে আজও বাঁচছে হিরোশিমা।
1/10

যুদ্ধের ভয়াবহতা বোঝাতে গিয়ে আজও বার বার উঠে আসে হিরোশিমার কথা। শনিবার, ৬ অগাস্ট সেই হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, ১৯৪৫ সালে এই দিনটিতেই পরমাণু বোমায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জাপানের হিরোশিমা শহর।
2/10

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের সামনে আত্মসমর্পণ করতে রাজি হয়নি জাপান। তাদের আত্মসমর্পণে বাধ্য করতে হিরোশিমা শহরে বি-২৯ যুদ্ধবিমান থেকে পরমাণু বোমা ফেলে আমেরিকা। আমেরিকার এই অমানবিক সিদ্ধান্তে হিরোশিমার ৩৯ শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ণ হয়ে যায় মুহূর্তের মধ্যে।
Published at : 06 Aug 2022 10:20 PM (IST)
আরও দেখুন






















