এক্সপ্লোর
Aanvi Kamdar: নেশা 'ট্র্যাভেল কনটেন্ট', অসতর্ক মুহূর্তে সেটাই কাড়ল প্রাণ, ৩৫০ ফুট নীচে পড়লেন তরুণী
Aanvi Kamdar dies while shooting reels: পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি। নেশা ছিল ঘুরে বেড়ানো। রিল বানানোই কাল হল তাঁর।

আনভি কামদার, ছবি: ইনস্টাগ্রাম প্রোফাইল
1/10

ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। কুম্ভে জলপ্রপাতের কাছে একটি টিলার মাথায় দাঁড়িয়ে রিল বানানোর সময় পা পিছলে সাড়ে তিনশো ফুট নীচে পড়ে যান এক তরুণী। ২৭ বছরের ওই তরুণী আনভি কামদার একজন পরিচিত ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটার।
2/10

সাত জনের দলের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই এমন দুর্ঘটনা ঘটে।
3/10

৬ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
4/10

পড়াশোনায় খুবই ভাল ছিলেন আনভি। ছোট থেকেই মেধাবী আনভি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট ছিলেন। কাজ করতেন ডেলয়েটে।
5/10

পেশা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হলেও তাঁর নেশা ছিল ঘুরে বেড়ানো। আর ট্রাভেল ব্লগ। সেই কারণেই তৈরি করেছিলেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল।
6/10

সেই প্রোফাইলের নাম ছিল- theglocaljournal . ঘুরে বেড়ানো, দুরন্ত সব রেস্তরাঁ-ক্যাফে খুঁজে বের করা। কোথাও ঘুরতে যাওয়ার আইটিনারি দেওয়া- সবই করতেন তিনি।
7/10

নিজের প্রোফাইলে নিজেকে 'Travel Detective' বলে পরিচয় দিতেন। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স ছিল ২ লক্ষ ৫৬ হাজার।
8/10

ট্রাভেল কনটেন্ট তৈরি করার জন্য়ই তিনি পরিচিত হয়ে ওঠেন সোশ্যাল দুনিয়ায়। মনসুন ট্যুরিজম বা বর্ষায় ঘোরা নিয়ে একাধিক কনটেন্ট করেছিলেন তিনি।
9/10

তাঁর ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছিল মনসুন ট্যুরিজম নিয়েই। বর্ষাকালে ভারতের কোন পাঁচটি জায়গায় ঘুরতে যাওয়া যায় তা নিয়েই ছিল সেই পোস্ট।
10/10

তাঁর প্রোফাইল ভর্তি নানা জায়গায় ঘুরতে যাওয়ার ছবি দিয়ে। নানা সুন্দর মূহূর্ত ফ্রেমবন্দি হয়ে রয়েছে তাঁর প্রোফাইলে। সেই তিনিই আর নেই। শুধু রয়ে গেল তাঁর স্মৃতি। সব ছবি: আনভি কামদারের ইনস্টাগ্রাম প্রোফাইল- Aanvi Kamdar (https://www.instagram.com/theglocaljournal/?hl=en)
Published at : 18 Jul 2024 08:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
