এক্সপ্লোর
YouTuber Armaan Malik: প্রিয় বান্ধবীই এখন সতীন, একসঙ্গে ঘরকন্না, একই সঙ্গে অন্তঃসত্ত্বা, বিচিত্র সংসার ইউটিউবারের
Vital News: স্ত্রীর বান্ধবীর প্রেমে পড়েন জনপ্রিয় ইউটিউবার। স্বামীর দ্বিতীয় বিয়েতে আপত্তি করেননি স্ত্রীও। একছাদের নিচেই সংসার ত্রয়ীর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

অখ্যাত থেকে বিখ্যাত। রকেট গতিতে উত্থান। নেপথ্যে ইউটিউব। বিলাসী জীবন দেখলে থতমত খাওয়াই স্বাভাবিক। কিন্তু ইউটিউবার অরমান মালিকের ব্যক্তিগত জীবনও যথেষ্ট চমকপ্রদ।
2/10

লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে, অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করেন আরমানকে। কিন্তু আরমানের যাপন দেখে ভিরমি খাচ্ছেন তাঁরাও। কারণ দুই স্ত্রীকে নিয়ে দিব্যি সংসার করছেন তিনি।
3/10

একসঙ্গে ঘরকন্নাই নয় শুধু, একসঙ্গে পরিবারের সদস্যও বৃদ্ধি করছেন তাঁরা। কারণ দু’জনে একই সঙ্গে সন্তানসম্ভবা। তাতে রেষারেষি, হিংসা তো দূর, বরং রং, নকশা মিলিয়ে জামা পরে ছবিও তুলছেন তাঁরা।
4/10

সোশ্যাল মিডিয়া তারকা আরমানের দুই স্ত্রী, পায়েল মালিক এবং কৃতিকা মালিকা। পায়েলের সঙ্গে আগেই এক পুত্রসন্তান রয়েছে আরমানের। ফের বাবা হচ্ছেন তিনি। এ বার একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন পায়েল এবং কৃতিকা।
5/10

রাখঢাকের পরিবর্তে সংসারে নতুন সদস্যের আগমনে যারপরনাই খুশি পায়েল, কৃতিকা এবং আরমান। সোশ্যাল মিডিয়ায় পরের পর ছবি পোস্ট করে চলেছেন ত্রয়ী।
6/10

কিন্তু তাঁদের এই যাপনে মোটেই খুশি নয় নেটদুনিয়া। সস্তার প্রচার বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার তিন জনের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
7/10

পরস্পরের সঙ্গে টাকার জন্যই তাঁরা সম্পর্ক জুড়ে রেখেছেন, এমন দাবিও করেছেন কেউ কেউ। শুধু তাই নয়, ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
8/10

চলতি বছরের ৪ ডিসেম্বর দুই অন্তঃসত্ত্বা স্ত্রীর একাধিক ছবি পোস্ট করেন আরমান। ছেলে চিরায়ুর ছবিও পোস্ট করেন। তাতে স্বামীর বক্ষলগ্না হয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় পায়েল এবং কৃতিকাকে।
9/10

২০১১ সালে পায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। তাঁদের সন্তান চিরায়ু। সুখেই সংসার চলছি দু’জনের।
10/10

কিন্তু ২০১৮ সালে প্রথম স্ত্রীর প্রিয় বান্ধবী কৃতিকারই প্রেমে পড়েন আরমান। পায়েলের সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই কৃতিকাকে বিয়ে করেন। তার পর থেকে একছাদের নিচেই ঘরকন্না করছেন দুই সতীন।
Published at : 10 Dec 2022 03:27 PM (IST)
View More
Advertisement
Advertisement






















