এক্সপ্লোর
Viral News:ধুলো দিয়ে রঙের খেলা? হস্তিশাবকের কীর্তিতে ভাইরাল ভিডিও
Baby Elephant Viral Video:কে বলে 'দোল' মানে শুধুই রঙের খেলা? না-ই বা থাকল আবির, না-ই মাখা গেল রং, ধুলো আছে না? তাতেই হবে 'ওর।' ওর মানে এক হস্তিশাবকের।
ধুলো দিয়ে রঙের খেলা? হস্তিশাবকের কীর্তিতে ভাইরাল ভিডিও (ছবি:Susant Nanda X Handle)
1/8

কে বলে 'দোল' মানে শুধুই রঙের খেলা? না-ই বা থাকল আবির, না-ই মাখা গেল রং, ধুলো আছে না? তাতেই হবে 'ওর।' ওর মানে এক হস্তিশাবকের। সম্প্রতি এমনই এক হস্তিশাবকের 'ধুলোর হোলি' খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। (ছবি:Susant Nanda X Handle)
2/8

লালচে মাটিতে প্রথমে পা গেড়ে বসে থাকতে দেখা যাচ্ছে শাবকটিতে। তার পর হঠাতই মজা! শুঁড়ে করে কিছুটা ধুলো উড়িয়ে দিল সে। (ছবি:Susant Nanda X Handle)
3/8

একবার করে ঠিক শান্তি হয়নি। তাই আরও এক বার। ভিডিও দেখে যেন মনে হবে, আবির বা রঙের অভাবে ধুলো দিয়েই 'দোল' খেলছে হস্তিশাবকটি। আইএফএস অফিসার সুশান্ত নন্দা ভিডিওর সঙ্গে ক্যাপশনটিও সেই ভাবেই দিয়েছেন। (ছবি:Susant Nanda X Handle)
4/8

ক্যাপশনে লেখা, 'ওর নিজের স্টাইলে হোলি খেলছে।' দিনদুয়েক আগে ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। এর মধ্যে ১৪ হাজারেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে তার। (ছবি:Susant Nanda X Handle)
5/8

হস্তিশাবকের আনন্দ দেখে নেটিজেনদের অনেকেই আবেগ বিহ্বল। এত সামান্য উপকরণ দিয়েও রঙের উৎসবের মতো আনন্দ করা যায়? কেউ লিখেছেন, (ছবি:Susant Nanda X Handle)
6/8

তবে হস্তিশাবকটি একা ছিল না। কোনও ভাবে ওই ধুলো থেকে যাতে তার কোনও ক্ষতি না হয়, সে দিকে কড়া নজর ছিল বহু মানুষের। (ছবি:Susant Nanda X Handle)
7/8

তার তত্ত্বাবধানের দায়িত্বে যাঁরা রয়েছেন, সর্বক্ষণ তাকে ঘিরে ছিলেন। কড়া নজরদারির মধ্যেও আপনমনে ধুলো উড়িয়ে গিয়েছে সে, খেলেছে। (ছবি:Susant Nanda X Handle)
8/8

শাবকটির আনন্দ ভিডিওতেই বোঝা গিয়েছে। আর তার আনন্দ, তার খেলা সবটা দেখে বিহ্বল নেটিজেনরা। ধুলো দিয়েও যে এত আনন্দে খেলা যায়, সে বোধহয় একে না দেখলে জানাও যেত না। আপাতত তাই হস্তিশাবকের ভিডিও ঘিরে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। (ছবি:Susant Nanda X Handle)
Published at : 07 Mar 2024 08:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























