এক্সপ্লোর
Viral News:ধুলো দিয়ে রঙের খেলা? হস্তিশাবকের কীর্তিতে ভাইরাল ভিডিও
Baby Elephant Viral Video:কে বলে 'দোল' মানে শুধুই রঙের খেলা? না-ই বা থাকল আবির, না-ই মাখা গেল রং, ধুলো আছে না? তাতেই হবে 'ওর।' ওর মানে এক হস্তিশাবকের।
ধুলো দিয়ে রঙের খেলা? হস্তিশাবকের কীর্তিতে ভাইরাল ভিডিও (ছবি:Susant Nanda X Handle)
1/8

কে বলে 'দোল' মানে শুধুই রঙের খেলা? না-ই বা থাকল আবির, না-ই মাখা গেল রং, ধুলো আছে না? তাতেই হবে 'ওর।' ওর মানে এক হস্তিশাবকের। সম্প্রতি এমনই এক হস্তিশাবকের 'ধুলোর হোলি' খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। (ছবি:Susant Nanda X Handle)
2/8

লালচে মাটিতে প্রথমে পা গেড়ে বসে থাকতে দেখা যাচ্ছে শাবকটিতে। তার পর হঠাতই মজা! শুঁড়ে করে কিছুটা ধুলো উড়িয়ে দিল সে। (ছবি:Susant Nanda X Handle)
Published at : 07 Mar 2024 08:54 PM (IST)
আরও দেখুন






















