এক্সপ্লোর
Pushkar Camel Fair 2023: উটের নাচ-ট্রাপিজ-গোঁফের লড়াই! দেশের এই কার্নিভালে ভিড় বিদেশিদেরও
India Tour Plan: এই মেলা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রতিবছর প্রায় একই সময়ে এই মেলা হয়। আর তার জন্য দেশ তো বটেই, ভিড় জমান বহু বিদেশি নাগরিক
নিজস্ব চিত্র
1/10

দেশ থেকে বিদেশ- সব পর্যটকদের ইচ্ছের তালিকায় একটা নাম পাওয়া যায়- রাজস্থান। মরুরাজ্যে পর্যটনস্থল বহু। প্রাচীন রাজপ্রাসাদ, দুর্গ, অরণ্য- আর তার সঙ্গেই রয়েছে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানের তালিকা করলে প্রথমেই থাকবে পুস্কর। ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে এখানেই। আর রয়েছে পুস্কর হ্রদ। কথিত রয়েছে ব্রহ্মার আশীর্বাদধন্য এই হ্রদ।
2/10

এই পুষ্কর আরও একটি বিষয়ের জন্য বিখ্যাত। পুষ্কর মেলা। বিশেষ করে উটের মেলার জন্য বিখ্যাত এই জায়গা। শুধু উট নয়, আরও গৃহপালিত পশুর পসরা বসে এই মেলায়।
3/10

তার সঙ্গেই থাকে রাজস্থানের অনবদ্য হস্তশিল্পের পসরা। রাজস্থানি শিল্পকলার বস্ত্র থেকে শুরু করে গয়না- থাকে সবকিছুই। এই বছর নভেম্বরের শেষ সপ্তাহে পুষ্করে বসেছিল সেই মেলা।
4/10

পুষ্করের উটের মেলা (Pushkar Camel Fair) পর্যটকদের অত্যন্ত আকর্ষণের বিষয়। প্রতিবছর এই সময় বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান রাজস্থানে। মেলায় রাজস্থানী পোষাকে সেজে গোঁফ-দাঁড়ির কারুকাজ দেখান অনেকেই। তার জন্যও জমে ভিড়।
5/10

পুস্কর হ্রদের পাশে এই মেলা বহু পুরনো। আগে শুধুমাত্র ব্যবসার কারণেই পশুপালক ও পশু ব্যবসায়ীরা বছরের নির্দিষ্ট সময়ে এখানে শিবির গড়ে কেনাকাটা করতেন। ধীরে ধীরে সেই মেলা এখন কার্নিভ্যালের চেহারা নিয়েছে। রাজস্থানের ছোট এই শহরের আয়ের অন্যতম উৎস এই মেলা।
6/10

এই মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রতিযোগিতা এবং স্ট্রিট পারফরম্যান্স। বিভিন্ন ধরনের ট্রাপিজের খেলা, হাতমকশো, ম্যাজিক শো-ও হয়।
7/10

লোকগান, লোকনৃত্যের আসর বসে এখানে। তার জন্যও ভিড় করেন পর্যটকরা। ছবি তোলা যাঁদের প্যাশন। তাঁদের জন্য অন্যতম সেরা জায়গা পুস্কর মেলা।
8/10

উটের সাজের বহরও চোখ টানে। বিভিন্ন ভাবে, বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয় উটকে। কখনও রঙিন ফুলের মালা, কখনও পুঁতির মালা, কখনও আবার পালকের মুকুটে সাজানো হয় উট।
9/10

উটের দৌড়, উটের নাচ বা ক্যামেল ডান্স পারফরম্যান্স এই মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও নানা প্রতিযোগিতার আসর বসে এখানে। দেখা যায় রাজস্থানের বিখ্যাত পুতুল নাচের অনুষ্ঠানও।
10/10

রাজস্থান ভারতের সেরা পর্যটনস্থল গুলোর অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্য থেকে প্রাচীন ইতিহাস-লোকসংস্কৃতি। সবকিছুই রয়েছে এই মরুরাজ্যে। সেগুলিই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের সামনে। তারই একটি উদাহরণ পুষ্কর মেলা। পর্যটনের সঙ্গেই এসেছে ব্যবসা, এসেছে অর্থ।
Published at : 30 Nov 2023 06:58 AM (IST)
View More
Advertisement
Advertisement























