এক্সপ্লোর
Pushkar Camel Fair 2023: উটের নাচ-ট্রাপিজ-গোঁফের লড়াই! দেশের এই কার্নিভালে ভিড় বিদেশিদেরও
India Tour Plan: এই মেলা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রতিবছর প্রায় একই সময়ে এই মেলা হয়। আর তার জন্য দেশ তো বটেই, ভিড় জমান বহু বিদেশি নাগরিক
নিজস্ব চিত্র
1/10

দেশ থেকে বিদেশ- সব পর্যটকদের ইচ্ছের তালিকায় একটা নাম পাওয়া যায়- রাজস্থান। মরুরাজ্যে পর্যটনস্থল বহু। প্রাচীন রাজপ্রাসাদ, দুর্গ, অরণ্য- আর তার সঙ্গেই রয়েছে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানের তালিকা করলে প্রথমেই থাকবে পুস্কর। ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে এখানেই। আর রয়েছে পুস্কর হ্রদ। কথিত রয়েছে ব্রহ্মার আশীর্বাদধন্য এই হ্রদ।
2/10

এই পুষ্কর আরও একটি বিষয়ের জন্য বিখ্যাত। পুষ্কর মেলা। বিশেষ করে উটের মেলার জন্য বিখ্যাত এই জায়গা। শুধু উট নয়, আরও গৃহপালিত পশুর পসরা বসে এই মেলায়।
Published at : 30 Nov 2023 06:58 AM (IST)
আরও দেখুন






















