এক্সপ্লোর
Workers' Memorial Day: কাজের জায়গায় শ্রমিকদের ন্যূনতম অধিকার কী কী? কেন পালিত হয় দিনটি?
Workers Right: ২০০৩ সাল থেকে ILO ২৮ এপ্রিলের এই দিনটি পালন করা শুরু করে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

আন্তর্জাতিক শ্রম দিবসের কথা প্রায় সকলেই জানেন। ১মে -এর সেই দিনটি ছাড়াও আরও একটি দিন রয়েছে। যা মূলত কারখানায় বা অন্যত্র শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা থাকার বিষয়ে সচেতন করে। কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া, অসুস্থ হওয়া বা কর্মক্ষমতাহীন হয়ে পড়া শ্রমিকদের স্মরণ করে দিনটি।
2/10

২৮ এপ্রিল পালিত হয় International Workers' Memorial Day, এই দিনটি International Commemoration Day for Dead and Injured workers নামেও পরিচিত। প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিকাঠামো থাকা শ্রমিকদের অধিকারের মধ্যে পড়ে।
Published at : 28 Apr 2023 06:38 PM (IST)
আরও দেখুন






















