এক্সপ্লোর
World Radio Day: আজ বিশ্ব রেডিও দিবস, পুরীর সৈকতে বালিশিল্পে সম্মান দিনটিকে
Radio Day: United Nations General Assembly-হাত ধরেই এই দিনটি পালন করা শুরু হয়েছে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী। কিংবা দিনের নির্দিষ্ট সময়ে পছন্দের শিল্পীর কণ্ঠে কোনও গান। ময়দানের বড় ম্যাচের প্রবল উত্তেজনার কোনও মুহূর্ত। অথবা গুরুগম্ভীর বিষয়ের কোনও খবর। একসময়ে সব বয়সের বিনোদনের একমাত্র ঠিকানা ছিল রেডিও।
2/10

টেলিভিশন কী, তা তখন জানতেন না কেউ। বিনোদনের হরেক উপায়ও ছিল না। ঘরে ঘরে কোনও খবর পৌঁছে দেওয়া একেবারেই সহজ কাজ ছিল না। সেই সময় থেকেই প্রতিটি দায়িত্বই পালন করে এসেছে রেডিও।
Published at : 13 Feb 2023 08:00 PM (IST)
আরও দেখুন






















