এক্সপ্লোর
Viral News:গ্রামের গল্প থেকে বোনের সঙ্গে খুনসুটি, নেটদুনিয়া কাঁপাচ্ছে পাকিস্তানের কনিষ্ঠতম Vlogger
Youngest Vlogger Of Pakistan: গিলগিট-বালটিস্তানের অজ পাঁড়াগার এই ৬ বছরের শিশুকে হয়তো আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। কে এই খুদে?
ছোট বোনের সঙ্গে সিরাজ (ছবি:Siraj Instagram)
1/8

ইউটিউবারদের 'ফলো' করেন? তা হলে এই খুদের ভিডিও এতদিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন। পাকিস্তানের সর্বকনিষ্ঠ এই ভ্লগারের নাম মহম্মদ সিরাজ। গিলগিট-বালটিস্তানে সাদামাঠা বাড়ি তার। তাতে কী? এই বয়সেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে সিরাজ। (ছবি:Siraj Instagram)
2/8

প্রত্যেকটি ভিডিওর শুরুতেই যে এনার্জি নিয়ে সে দর্শকদের অভ্যর্থনা জানায়, তা কোনও ৬ বছরের বাচ্চার পক্ষে অবাক করার মতো। বাকি কনটেন্ট জোড়ো শুধু নিজের গ্রাম এবং পারিবারিক জীবনের ছোটখাটো গল্প। তাতেই বুঁদ নেটিজেনরা। (ছবি:Siraj Instagram)
Published at : 14 Mar 2024 08:45 AM (IST)
আরও দেখুন






















