এক্সপ্লোর
Sultan of Slowjamastan: নাইটক্লাবের DJ থেকে আস্ত দেশের মালিক ইনি, আমেরিকার হাত থেকে স্বাধীনতাপ্রাপ্তিরও ঘোষণা, ব্যাকরণ জ্ঞান না থাকলে ঢোকা নিষেধ
Slowjamastan: পৃথিবীর সর্বত্র প্রায় যাওয়া হয়ে গিয়েছে। এবার নিজের দেশ গড়লেন এক ব্যক্তি। বাইরে থেকে সহলসকে সেখানে আহ্বান জানিয়েছেন তিনি।
ছবি: Republic of Slowjamastan ট্যুইটার হ্য়ান্ডল থেকে সংগৃহীত।
1/12

চাইলেই যদি নিজের আলাদা দেশ পাওয়া যেত! কল্পনা যতটা সহজ, বাস্তব ততটাই কঠিন। কিন্তু এই অসাধ্যসাধনই করে দেখিয়েছেন আমেরিকার Randy ‘R Dub’ Williams। আমেরিকায় থেকেই নিজের পৃথক দেশ গড়েছেন তিনি।
2/12

Randy পেশায় ডিজে। সান দিয়েগোর একটি নাইটক্লাবে গান বাজান। আমেরিকার মধ্যেই নিজের পৃথক দেশ গড়েছেন তিনি। নিজেকে এখন ‘দ্য সুলতান অফ স্লোজ্যামাস্তান’ উপমা দিয়েছেন তিনি।
Published at : 24 Jun 2023 12:06 PM (IST)
আরও দেখুন






















