এক্সপ্লোর
Photography Tips: মোবাইল ফ্রেমবন্দি স্মৃতি, ছবি তোলার সময় নজরে রাখবেন কী?
World Photography Day 2022: ইদানিং মোবাইলেই ছবি তোলেন অনেকে। আধুনিক স্মার্টফোনে তোলা ছবিও দুরন্ত হয়। কিন্তু, মোবাইলে ছবি তুলতে গেলে বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে।
নিজস্ব চিত্র
1/10

আজ, ১৯ অগাস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। স্মৃতিকে ফ্রেমবন্দি করতে চাওয়ার ইচ্ছে থেকেই উদ্ভাবন হয় ক্যামেরার। এক সময়ে বিশাল আকারের জটিল যন্ত্র থেকে আধুনিক কালের ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ফোনের ক্যামেরা। যত দিন যাচ্ছে তত উন্নতি করছে ক্যামেরার মান। ছবি: Pexels
2/10

এখনও অনেক জায়গাতেই আধুনিক কিছু স্মার্টফোনের ক্যামেরায় করা হয় ভিডিও শুট। ফটোগ্রাফিতে উৎসাহীরা অনেকসময়েই ডিজিটাল ক্যামেরার বদলে ব্যবহার করেন ফোনের ক্যামেরা। সেই হিসেবে ছবি তোলা বিচার করলে, সিংহভাগ ছবিই এখন তোলা হয় স্মার্টফোনের ক্যামেরায়। ছবি: Pexels
Published at : 19 Aug 2022 04:47 PM (IST)
আরও দেখুন






















