আআজ গোটা পরিবারের সঙ্গে সময় কাটান পরিচালক-নায়িকা জুটি। সবাই মিলে মেতে ওঠেন আনন্দে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন রাজ। ছবি সৌজন্যে - রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া
2/6
কেবল নিজেরা নয়, আরবানায় রাজশ্রীর সুখী গৃহকোণও সেজে উঠেছিল বড়দিনের বিশেষ সাজে।
3/6
সকালবেলা ইউভানের এই ছবিটি পোস্ট করেছিলেন রাজ। লিখেছিলেন, প্রথম ক্রিসমাসের জন্য সম্পূর্ণ তৈরি ইউভান
4/6
মাথায় সান্তাক্লজের টুপি, গোল গোল চোখে তাকিয়ে আছে একরত্তি। আর তাকে আদরে ভরিয়ে তুলছেন বাবা-মা। নেটাগরিকরা উচ্ছসিত মিষ্টি এই ফ্যামিলি ফ্রেম দেখে। কারণ? কারণ ফ্রেমে রয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর তাঁদের সদ্যজাত রাজপুত্র ইউভান।