এক্সপ্লোর
Basant Panchami: সরস্বতীবেশে সাজলেন মহাকাল, উজ্জয়িনীর মন্দিরে বসন্ত উৎসব পালন
বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী রূপে আবির্ভূত হন মহাকালেশ্বর
সরস্বতী রূপে ভক্তদের কাছে আবির্ভূত হন মহাকাল
1/7

বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী রূপে আবির্ভূত হন মহাকালেশ্বর। ভগবানের অপূর্ব রূপ দেখতে দেশ-বিদেশের ভক্তরা পৌঁছন উজ্জয়িনীতে। বসন্ত পঞ্চমী মহাকালেশ্বর মন্দিরে বসন্ত উৎসবের সূচনা হয়। ছবি- এবিপি লাইভ
2/7

এদিন থেকেই ভগবান মহাকালকে আবির দেওয়া শুরু হয়। মহাকালেশ্বর মন্দিরের পণ্ডিত আশিস পূজারি জানান, বসন্ত পঞ্চমী থেকে মহাকালেশ্বর মন্দিরে মহাকালের উদ্দেশে আবির নিবেদন শুরু হয়। বুধবার সন্ধ্যা আরতির সময় প্রভুকে আবিরের তিলক লাগানো হবে। ছবি- এবিপি লাইভ
Published at : 15 Feb 2024 07:13 AM (IST)
আরও দেখুন






















