এক্সপ্লোর
Bipattarini Puja 2024 : 'মাংস হয়ে গেল জবাফুল, রাজ-রোষ থেকে রক্ষা পেলেন রানি', বিপত্তারিণী পুজোর পিছনের গল্পটি জানেন?
বিপত্তারিণীর একাধিক ব্রতকথা প্রচলিত আছে। তার মধ্যে একটি কাহিনি বেশ প্রচলিত। বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রানি একবার মা বিপত্তারিণীকে স্মরণ করে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন।
বিপত্তারিণী পুজো
1/9

এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হল ৯ জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৪ আষাঢ়, ১৪৩১। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৮ আষাঢ়, শনিবার।
2/9

ভক্তদের বিশ্বাস, ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। ১৩টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় ১৩ টি দুর্বাও বাঁধা হয়।
Published at : 26 Jun 2024 04:37 PM (IST)
আরও দেখুন






















