এক্সপ্লোর
Ganesh Puja: এই মাসের শেষেই সিদ্ধিদাতার শুভ যোগ, জীবনে শান্তি ফেরাতে গণপতির পুজো করবেন কোন দিনে?
Ganesh Puja 2023: কোনও শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়
গণেশের জন্য পালন করা সংকষ্টী চতুর্থী উপবাস বেশ জনপ্রিয়
1/8

সংকষ্টী চতুর্থী হিন্দু ধর্মের একটি বিখ্যাত উৎসব। হিন্দু ধর্মে, কোনও শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়। ভগবান গণেশকে সকল দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম পূজিত বলে মনে করা হয়।
2/8

দেব-দেবীকে খুশি করার জন্য অনেক উপবাস পালন করা হয়। এর মধ্যে ভগবান গণেশের জন্য পালন করা সংকষ্টী চতুর্থী উপবাস বেশ জনপ্রিয়। প্রতি মাসে দু'বার আসে চতুর্থী।
Published at : 28 Nov 2023 02:54 PM (IST)
আরও দেখুন






















