এক্সপ্লোর
Nag Panchami 2024: বাড়িতে কীভাবে করবেন নাগ পঞ্চমীর পুজো, জানুন পদ্ধতি ও নিয়ম-কানুন
Nag Panchami: সনাতন ধর্মে নাগ পঞ্চমীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ দেবতার পুজো হয়। বাড়িতে কীভাবে করবেন নাগ দেবতার পুজো? পুজোর জন্য লাগবে কী কী সামগ্রী?
প্রতীকী ছবি (সৌজন্য-পিটিআই)
1/10

সনাতন ধর্মে সাপ অর্থাৎ নাগকে দেবতা হিসেবে পুজো করা হয়। ভগবান শিবের মূর্তির গলাতেও সবসময় সাপ জড়িয়ে থাকে।
2/10

ধর্মীয় বিশ্বাস, নাগ দেবতার পুজো করলে সুখ ও সৌভাগ্য প্রাপ্তি হয়। ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ও কালসর্প দোষ দূর হয়।
Published at : 02 Aug 2024 09:13 PM (IST)
আরও দেখুন






















