এক্সপ্লোর
Lakshmi Puja 2024 : লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন, বুধ না বৃহস্পতিবার ?
‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ?
লক্ষ্মীপুজোর উপবাস কবে করবেন
1/10

কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন।
2/10

দুর্গা পুজোর পরের পূর্ণিমাটিই কোজাগরী লক্ষ্মী পুজো। মানুষের বিশ্বাস, তিনি দেখেন, রাতে কে জেগে আছেন পৃথিবীতে । কে তাঁর পুজো করছেন পূর্ণ ভক্তির সঙ্গে । সেই অনুযায়ী তাঁর ঘরে বিরাজ করেন দেবী। এমনটাই বিশ্বাস সকলের।
Published at : 14 Oct 2024 10:22 AM (IST)
আরও দেখুন






















