এক্সপ্লোর
আজ মাঘ বিনায়ক চতুর্থী, গণেশবন্দনার দিন, এই নিয়ম ভাঙবেন না যেন !
Magh ganesh chaturthi Rituals : তিথি মেনে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মাঘ বিনায়ক চতুর্থী। এদিন কয়েকটি বাড়িতে ও কিছু মণ্ডপে দুর্গাপুত্র গণেশের পুজো হয়।
আজ মাঘ বিনায়ক চতুর্থী
1/9

মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়ক চতুর্থী বলা হয়। সরস্বতী পুজোর আগের দিন। প্রতি বছরই এই দিনটিতে গণেশ পুজো হয়।
2/9

দক্ষিণ ভারতে এই পুজো বিশেষ প্রচলিত। অনেকের বিশ্বাস এদিনই দুর্গানন্দন গণেশের জন্ম হয়েছিল। বিশ্বাস করা হয় যে, এই দিনে গৌরীর পুত্র গণেশের পুজো করলে শিক্ষায় উন্নতি হয়। স্থিত বুদ্ধি আসে। কর্মজীবনে শান্তি আসে।
Published at : 13 Feb 2024 04:30 PM (IST)
আরও দেখুন






















