এক্সপ্লোর
Kali Puja 2023: অমাবস্যার আগেই দশ মাথার মহাকালীর পুজো, তন্ত্র মতে শক্তির আরাধনা মালদায়
Malda News: ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি অর্জনে পুজো শুরু, ভূত চতুর্দশীতে মহাকালীর আরাধনা
ফাইল ছবি
1/8

অমাবস্যায় নয়, চতুর্দশীতেই পুজোর আয়োজন। বছরের পর বছর ধরে এই রীতি মেনেই পুজো হচ্ছে মালদার ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালী।
2/8

এই কালীর বিশেষত্ব দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা। পুজো হয় তান্ত্রিক মতে। প্রতিমার পায়ের নিচে শিব নয়, পরিবর্তে নর মুণ্ডু থাকে। মালদা শহরের এই মহাকালী পুজো এবছর ৯৩ বছরে পড়ল। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদার কিছু যুবক। যাঁরা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন।
Published at : 10 Nov 2023 09:02 PM (IST)
আরও দেখুন






















