এক্সপ্লোর
রথের রশিতে পড়ল টান, সারা পুরী বলে উঠল 'জয় জগন্নাথ' ! দেখুন উৎসবের নীলাচলের ছবি
একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন।

দেখুন উৎসবের নীলাচলের ছবি
1/10

রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি।
2/10

একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু ।
3/10

গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পহন্ডি নামে পরিচিত।
4/10

সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। পালিত হয় নানা রীতি। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷
5/10

' রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম...' - আষাঢ়স্য শুক্লপক্ষে জমজমাট পুরী ৷ রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়।
6/10

জগন্নাথ ধাম আজ আক্ষরিক অর্থেই উৎসব অঙ্গন। রথের অনুষ্ঠানে পারফর্ম করতে প্রস্তুত নৃত্যশিল্পীরা।
7/10

দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷
8/10

রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে চলে নানা অনুষ্ঠান। একদিকে যেমন তৈরি ওড়িশি নৃত্যশিল্পীরা, তেমনই রথযাত্রা উপলক্ষ্যে পথে পথে সংকীর্তন কীর্তন দলের।
9/10

জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাত্ ৪৫ ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাত্পর্য রয়েছে। কথিত আছে, জগন্নাথদেব প্রকট হওয়ার আগে ১৬টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন।
10/10

জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে, তার নাম ত্রৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল-হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথির নাম দারুক।
Published at : 20 Jun 2023 03:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
