এক্সপ্লোর
দেশজুড়ে আজ শাওনের শেষ সোমবার পালন, সন্ধেয় পালন করুন প্রদোষ ব্রত
শাওনে এবার অধিক মাস থাকায় ৮ টি সোমবার পড়েছিল। ভক্তগণ ৮ টি সোমবার ধরে পুজো দিতে পেরেছেন।
![শাওনে এবার অধিক মাস থাকায় ৮ টি সোমবার পড়েছিল। ভক্তগণ ৮ টি সোমবার ধরে পুজো দিতে পেরেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/6d44f04ab83419233240099dcb4c90a3169322158546053_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ শাওনের শেষ সোমবার পালন
1/9
![সারা দেশে মহা ধূমধামে পালিত হচ্ছিল শাওন। বাংলার শ্রাবণ মাসের সঙ্গে এর তফাৎ রয়েছে। শ্রাবণ শেষ হয়ে বাংলার ক্যালেন্ডারে এখন ভাদ্র। আর সারা দেশে শাওনের শেষ সোমবার আজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/6ff90c49a0eedf803718fbd1282911cc296d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সারা দেশে মহা ধূমধামে পালিত হচ্ছিল শাওন। বাংলার শ্রাবণ মাসের সঙ্গে এর তফাৎ রয়েছে। শ্রাবণ শেষ হয়ে বাংলার ক্যালেন্ডারে এখন ভাদ্র। আর সারা দেশে শাওনের শেষ সোমবার আজ।
2/9
![শাওনে এবার অধিক মাস থাকায় ৮ টি সোমবার পড়েছিল। ভক্তগণ ৮ টি সোমবার ধরে পুজো দিতে পেরেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/e64533e4432718a10d2310c9a8b092ebbb844.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শাওনে এবার অধিক মাস থাকায় ৮ টি সোমবার পড়েছিল। ভক্তগণ ৮ টি সোমবার ধরে পুজো দিতে পেরেছেন।
3/9
![শাওনের কোনও সোমবার ব্রত পালন না করতে পারলেও শেষ সোমবারটুকু পালন করেন অনেকেই। কারণ শেষ সোমবারে রয়েছে বিশেষ পুণ্য় যোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/3cd01400fd75eb572b50d4e03dbe8df7f9c18.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শাওনের কোনও সোমবার ব্রত পালন না করতে পারলেও শেষ সোমবারটুকু পালন করেন অনেকেই। কারণ শেষ সোমবারে রয়েছে বিশেষ পুণ্য় যোগ।
4/9
![আজ শাওনের শেষ সোমবার। আবার অন্যদিকে সোম প্রদোষ ব্রত পালন করা হচ্ছে আদই। সোম প্রদোষ ব্রত এবং শাওন সোমবার ব্রত উভয়ই ভগবান শিবের উপাসনার জন্য নির্দিষ্ট। এর পাশাপাশি এই দিনে অনেক শুভ যোগও তৈরি হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/cd02b3d45598080f48d0d4246a343405cd94e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ শাওনের শেষ সোমবার। আবার অন্যদিকে সোম প্রদোষ ব্রত পালন করা হচ্ছে আদই। সোম প্রদোষ ব্রত এবং শাওন সোমবার ব্রত উভয়ই ভগবান শিবের উপাসনার জন্য নির্দিষ্ট। এর পাশাপাশি এই দিনে অনেক শুভ যোগও তৈরি হয়েছে।
5/9
![পঞ্চাং অনুসারে, সোমবার, ২৮ আগস্ট, সন্ধ্যা ৬:২২ পর্যন্ত, শাওন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি থাকবে। এরপর শুরু হবে ত্রয়োদশী তিথি। এই ক্ষেত্রে, আপনি সকালে সোমভার ব্রত এবং সন্ধ্যায় প্রদোষ ব্রত করতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/d3df076e957651587780efdf2798cf9ba5b51.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পঞ্চাং অনুসারে, সোমবার, ২৮ আগস্ট, সন্ধ্যা ৬:২২ পর্যন্ত, শাওন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি থাকবে। এরপর শুরু হবে ত্রয়োদশী তিথি। এই ক্ষেত্রে, আপনি সকালে সোমভার ব্রত এবং সন্ধ্যায় প্রদোষ ব্রত করতে পারেন।
6/9
![শাওন মাসের শেষ সোমবার। এই দিনে আবার সোম প্রদোষ ব্রতও পালন করছেন অনেকে। একই সঙ্গে, এই দিনে অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে, যাতে উপবাস করে ভক্তরা শুভ ফল পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/64b24afcdf957f1ee755779b8e3e94d111c57.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাওন মাসের শেষ সোমবার। এই দিনে আবার সোম প্রদোষ ব্রতও পালন করছেন অনেকে। একই সঙ্গে, এই দিনে অনেকগুলি শুভ যোগও তৈরি হচ্ছে, যাতে উপবাস করে ভক্তরা শুভ ফল পেতে পারেন।
7/9
![মনে করা হয় শাওনের সোমবার গুলি ব্রতপালনে সব পাপ দূর হয়। মন হয় পবিত্র।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/260a13210eea81f722139b2ad48ba72d89416.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মনে করা হয় শাওনের সোমবার গুলি ব্রতপালনে সব পাপ দূর হয়। মন হয় পবিত্র।
8/9
![মনে রাখবেন, শিবপুজোর সঙ্গে সঙ্গে নন্দীপ পুজোও আবশ্যক। বিশ্বাস করা হয়, নন্দীর কানে কানে কোনও কিছু বললে তা শিবের কান অবধি পৌঁছে যায় ঠিকই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/8d6864afb688fd98600d8d82fff590e0cd130.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মনে রাখবেন, শিবপুজোর সঙ্গে সঙ্গে নন্দীপ পুজোও আবশ্যক। বিশ্বাস করা হয়, নন্দীর কানে কানে কোনও কিছু বললে তা শিবের কান অবধি পৌঁছে যায় ঠিকই।
9/9
![শাওনের শেষ সোমবার তাই সারা দেশেই বিভিন্ন শিবক্ষেত্রে উপচে পড়া ভিড় প্রিয় জনেদের মঙ্গল কামনায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/414e1f84b2dc746664e58ef4245e925223919.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাওনের শেষ সোমবার তাই সারা দেশেই বিভিন্ন শিবক্ষেত্রে উপচে পড়া ভিড় প্রিয় জনেদের মঙ্গল কামনায়।
Published at : 28 Aug 2023 04:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)