এক্সপ্লোর
Laxmi Puja: বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়ম, তবেই থাকবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ
Lakshmi Puja 2023: আপনিও যদি বাড়িতে শাঁখ রাখেন তাহলে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি।
শঙ্খের শব্দে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা বিরাজ করে
1/7

হিন্দু ধর্মে এমন অনেক বস্তু রয়েছে যেগুলিকে খুব যত্ন সহকারে পূজা করা হয় এবং রাখা হয়। এর মধ্যে রয়েছে শঙ্খ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। এর পর শঙ্খ গ্রহণ করা হয়। এই কারণে ঘরে শঙ্খ রাখা খুবই শুভ বলে মনে করা হয়।
2/7

শঙ্খের শব্দে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা বিরাজ করে। আপনিও যদি বাড়িতে শাঁখ রাখেন তাহলে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। আসুন জেনে নেই এই নিয়মগুলো সম্পর্কে।
Published at : 04 Apr 2024 06:58 AM (IST)
আরও দেখুন






















