এক্সপ্লোর
Tree Health: জানান দেয় নিজে থেকেই, পাতা দেখেই চিনুন গাছের অসুখ
Science News: গাছ নিজেই স্বাস্থ্যের জানান দেয়। সচেতন হলেই বুঝবেন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কি না, বোঝা যায় কিছু লক্ষণ দেখে। এই কথা খাটে গাছের ক্ষেত্রেও। গাছ নিজেই তার জানান দেয়। ছবি: পিক্সাবে।
2/10

মানুষের মতো মনের কথা ভাষায় প্রকাশ করতে পারে না গাছেরা। কথোপকথনের মাধ্যম হিসেবে বেছে নেয় নিজের অঙ্গকেই। পাতার রং দেখে গাছের স্বাস্থ্যের অবস্থা বোঝা সম্ভব। ছবি: পিক্সাবে।
Published at : 20 Feb 2024 08:52 AM (IST)
আরও দেখুন






















