এক্সপ্লোর
Indonesia Blue Lava Volcano: আগুনরঙা নয়, উজ্জ্বল নীল রং এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার
Science News: তুলি ছুঁয়ে রং পাল্টে দেওয়া হয়নি। অগ্ন্যুৎপাতের লাভার রং নীল হয়ে ধরা দেয় চোখে। ছবি:ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

অগ্ন্যুৎপাতের জেরে আগুনরঙা লাভার স্রোত বয়ে যাওয়ার দৃশ্য কখনও না কখনও দেখেছি আমরা। টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিত্যদিন বিপর্যয়ের এমন ছবি উঠে আসে। ফাইল চিত্র। ছবি :ফ্রিপিক।
2/10

কিন্তু অগ্ন্যুৎপাতের পর উজ্জ্বল নীল রংয়ের লাভার স্রোত বয়ে যেতে দেখেছেন কখনও? তুলির ছোঁয়ায় রাঙানো নয়, উজ্জ্বল নীল রংয়ের এই লাভা প্রকৃতিরই সৃষ্টি। ছবি :ফ্রিপিক।
Published at : 03 Jan 2024 07:20 PM (IST)
আরও দেখুন




















